কাঁচের গ্লাসের ভেতর-
জ্বলন্ত মোমের গলে যাওয়ার মতো করে-
ধীরে ধীরে শেষ হয়ে আসছে জীবন।
                                  বড্ড বেদনাদায়ক।
অথচ জীবনের সাথে প্রকৃত প্রেম ভুলে মানুষ-
এখনো আলোয় ভ্রমণ করেনি,
                                 দ্বিগুণ বেদনাদায়ক।
দুঃখজনক।
আমিও হচ্ছি শেষ, নিঃশেষে মিলিয়ে যাচ্ছি বেশ।
তবুও জীবনের সাথে প্রেম হোক গভীর।
নিঃশব্দ সরীসৃপের মতো প্রস্থান হবে জানি,
ভুলে যাবো জয়ধ্বনি, পদধ্বনি, কোমলতায়।