আমার হৃদয় নিঙড়ানো ভালোবাসার উড়ো চুমুগুলো-
তোমার প্রস্তর গায় পায় না আশ্রয়, ছুঁতে পারে না তেমন।
এক পরশ স্পর্শ পেতে তোমার বর্ষ বর্ষ দূরে সর্বস্ব ছেড়েছুড়ে
পাখির ডানায় উড়ে যেতে চায় মন, যখন তখন, সারাক্ষণ।
এক বুক উথাল সাগর, দু'চোখে বরফ জমা নদী, শতো সহস্র-
জ্যৈষ্ঠখরার বিস্তৃত ভরা তৃষা নিয়ে কাঁপছে নাপাক ওষ্ঠদ্বয়।
সুদীর্ঘ একটা চুমুর স্বাদে বিষদ শুদ্ধ বিমুগ্ধ হতে দিবারাত-
দু'হাত তুলে বসে আছে এই রিক্ত শূন্য বিদগ্ধ ভাঙা হৃদয়।