একমুঠো কবিতা দুই হাতে পুরে-
হারিয়ে যেতে চাই দূরে, বহুদূরে।
খুউব করে বৃষ্টির সন্ধ্যায় একেলা
আলো জ্বেলেই হবে কাব্য খেলা।
রাত বাড়লে কবিতারা পুড়ে অল্প,
সাথে আড্ডায় নিবো কিছু গল্প।
প্রখর পুড়তে পুড়তে-ই সাজানো
কবিতারা নক্ষত্র হবে ঝলসানো।
ঠিক আমা' বিদগ্ধ চোখের মতো,
হৃদয়ের ক্ষত বিক্ষত ঘাত যতো।