ছোট্ট এক জীবন নিরীহরে তুমি করিলে যে দান,
হাজার কোটি শোকর সম্মান, হে মহান মহীয়ান।


ভুল ভ্রান্তিতে ভরা ক্লান্ত জীবন, দোষে ভরা প্রাণ,
বে-হিসেব পঙ্কিলতা, পাপে-তাপে ভরা খতিয়ান।


তুমিও রেখো না হিসাব, হে প্রভু দয়ালু দয়াবান,
হিসাব রক্ষক নও তুমি ক্ষমাশীল, রহীম রহমান।


হীন ক্ষীণ প্রাণ, পাপের বোঝা যে পাহাড় সমান,
ক্ষমার ক্ষমতা স্রেফ তোমারই, একক এ সম্মান।


আমি গুনাহগার, পাপে ভরা জীবন অগ্নি শ্মশান,
দুর্বল ঈমানদ্বার, পরীক্ষা নিয়ো না, মেহেরবান।


পরীক্ষক নও, রক্ষক তুমি সমগ্র জমিন আসমান,
চক্রাকারেই ভ্রান্তির ঘানি টানি, আমি নাফরমান।