এক পৃথিবীর নিভে আসা
আয়ু হাতে দাঁড়িয়ে থাকে
সন্ধ্যার কালশিট ফুসফুস।


বেলুনের শেষ হয়ে আসা
বায়ু হতেই বেরিয়ে আসে
মেঘলা মনে' নীল ফানুস।


স্নায়ুর অতলে হত-বিহ্বল
লুকোয় সমস্তই আসমান
জমিন বিস্তৃত সব মানুষ।


আশাহত আহত হৃদয়ের
দুয়ার ভেঙে বাইরে আসে
নক্ষত্রে আবৃত মৃত কোষ।