বারুদ এসে শাসন করা মানুষের 'বাস, জীবন সঙ্কুল,
গোলায় গোলায় গোলমেলে কী এক অদ্ভুত আঁধার,
আকাশ বাতাস ভারী হয়ে ওঠা নিষ্ঠুর ভীষণ ক্রন্দনরোল,
চোখে-মুখে অনন্ত হতাশা, এক রাশ মুমূর্ষু হাহাকার।
রক্তে-মাংসে ল্যাপ্টে যাওয়া আঘাতের ক্ষতচিহ্ন, ম্লান ,
ক্ষত-বিক্ষত অঙ্গচ্ছেদ, ঠুঁটিচাপা নেতৃত্বের নির্লজ্জ লড়াই,
আগুন লাগা লাশে লাশে ভরে যাওয়া শ্মশান-কবরস্থান!
স্থানে-স্থানে বাস্তুহারার মিছিল, ফুটছে জ্বলন্ত কড়াই।
মোটেও সমর্থন করি না, চরম ঘেন্না করি, কুৎসা করি,
হৃদয়ের সমস্ত ঘৃণা উগরে দিই, গালমন্দ করি বারংবার।
প্রতিবার অভিশাপ দিই, প্রতিনিয়ত অভিসম্পাত করি।
পৃথিবীটা মানুষের হোক, নিপাত যাক অমানবিকতার।