বলো না কথা কোনো ব্যথা ছুঁয়ে হৃদয় গভীর,
স্বপ্ন দেখো তবু কল্প আঁকা অল্প গল্প ছবির।
সমুদ্র ভেসে যাবে যাক, থাক পড়ে মরা পাখী,
নদীতেও আগুন লাগুক, কিছু না-থাকুক বাকি।
বলো না খুব কষ্টের কথা, ওসব নষ্ট উপন্যাস,
বিচ্ছেদের দহন জ্বালায় গায়ে সর্বনাশের তাস।
আকাশ ভেঙে পড়ে পড়ুক, থেমে থাকা মানা,
ধ্বংসের দেয়াল টপকেই সুখের দুয়ারে হানা।