ন'তলা ভবনের ছাঁদে দাঁড়িয়ে দেখি আকাশ,
দুধেল মেঘের ছাউনি ছেয়ে আছে চারপাশ।
কিছুটা ব্যথিত ব্যস্ততা নিয়েই ছুটছে বাতাস,
দৃষ্টির সীমানা জ্ঞাপক রেখায় ফুল একরাশ।
দীর্ঘদিনে' একঘেয়েমি কাটাতে আসা আজ,
ঐ দূরে কিছু কোঁয়াশা নামিয়ে আনছে সাঁঝ।
যেনো গম্ভীর হয়ে আছে প্রকৃতি, আমি একা,
কাছে বা দূরে কেউ নেই, আশপাশটা ফাঁকা।
নিচে দু'চোখ পড়তেই  অনুভব করি উচ্চতা,
উচ্চতার দূরত্ব মাপতেই বুকে বিশাল শূন্যতা।
কোথাও একটা শূন্যতার পাহাড় জমে আছে,
অথবা জলোচ্ছ্বাসই পুষে রাখি নিজের কাছে।
ইচ্ছে করছে নিজের জন্যে একটু সময় চাই,
কিছুক্ষণের জন্য হলেও দূর আকাশে হারাই।
আরও কিছুক্ষণ তাকিয়ে রই নীল আকাশটায়,
অবসর চাই এই সর্বগ্রাসী সর্বনাশী ব্যস্ততায়।
অলস কাটিয়ে দিতে চাই কয়েকশো বিকেল,
ভুলে যেতে চাই পার্থিব এ রঙ তামাশা খেল।
আমি ক্লান্ত!
তিক্ত রিক্ত।
কিছুটা অবসর, কিছুটা বিশ্রামও চাই আমার,
খোলা ছাঁদে নিরিবিলি আকাশ দেখা দরকার।