ভুল দুয়ারে কড়া নেড়ে ক্লান্ত হই,
আমি ভুল বুঝে ভ্রমের মাঝে রই।
ভুল নামেতে নিজকে চিনি ভীষণ,
আঁতকে উঠেই হতবাক, প্রহসন।
এই জীবন কাল নিয়ে যতো ভাবি,
ততো হয় ভুল, জীবনে' ভরাডুবি।
কিঞ্চিৎ বেঁচেছি, বাকিটা মরীচিকা,
মিছেমিছি কেঁদেছি, সমস্ত ধোঁকা।
হেরে যে বারবার জীবনের দৌড়ে,
অবশেষ ডুবছি চৌরাস্তার মোড়ে।