পাখীর মতো নেই কেনো মোর দু'টি ডানা!
পাখীর মতো আমার কেনো ওড়তেই মানা!


পাখীদল কেনো ঘুরে বেড়ায় এদেশ ওদেশ,
স্বদেশেও আমিই-বা কেনো আছি পর বেশ!


সীমানার কাঁটাতারে কেনো বিভক্তি আঁকা!
পাখীর সহোদর আমি, তিক্ত বিভক্ত একা।


তবুও ক্ষণে-ক্ষণে ওড়ে ঘন, প্রজাপতি মন,
পৃথিবীর এপ্রান্ত ওপ্রান্ত ঘুরেই যখন তখন।


তবু বুঝি ভয়ে ধরা পড়ে কখন ও কীভাবে,
মন মরে পড়ে পঁচে রয় ওড়াউড়ির অভাবে।