রাতের শেষে অকাতরে আদরে যে পাখিটা-
ডাকে সুমধুর সুরে, জানো কি তার নামটা?
আকুল কণ্ঠে সে ডাকে এক মনে কল্যাণে,
দরদমাখা মরমী সেই সুর বাজে কি কানে?
কখনো কি কেঁপে ওঠে বদ্ধ হৃদয়ের দ্বার?
চমকে চমকে উঠে কি জড় দেহ বারবার?
কখনো হাওয়ায় চুমু খেয়েছিলো দীর্ঘশ্বাস?
জেগে উঠেছিলো নিদ্রিত হৃদয়ে' আকাশ?
পৃথিবী ঐশ্বর্য মুঠোয় পুরে ডাকে সে পাখি,
কেউ খুব কান পাতে, কেউ খুলে না আঁখি।