কে দেবে, দেবে না হাত নেহাত শেষযাত্রার রাত, অথবা ভোর, রঙিন প্রভাত।
কে দেবে চালা সাঁটি, দু'দলা মাটি, প্রেম ভালোবাসা খাঁটি, ভরায়ে দু'টি হাত।
কে দেবে, দেবে না দু'টুকরো সম্বল, হতবিহ্বল এ'যাত্রায় দু'ফোঁটা অশ্রু জল,
কে দেবে পাড়ি তড়িঘড়ি উন্মুখ, দেখতে মুখ, এ'বাড়ি ও'বাড়ি উঁচুনিচু সমতল।
কে দেবে, দেবে না কাঁধ, শায়িত লাশে, শেষে, নিমেষে ভোলে বাদ বিবাদ।
নেই আশা ভালোবাসা, স্বাদ অবসাদ, প্রত্যাশাও নেই তেমন, কোনো সাধ।
মনের কোণে গোপনে পুষি না দুর্বলতা, অক্ষমতা, পাওয়া না-পাওয়ার ভয়,
যা কিছু হোক, যতো কিছুই ঘটুক, জয় পরাজয়, ক্ষয় অবক্ষয়, বলয় প্রলয়।
লাভ ক্ষতির নথি নেই, রত্তি তিল, ওসব বেশ অসহন অকহন, ঝুট ঝঞ্ঝাট,
নেশা নেই, পেশা নেই, সুখ সাফল্য বিফলে সব, সবই তো মিথ্যে বানোয়াট।
প্রায়শ্চিত্ত যতো এখানেই হোক, যতো ভুল পাহাড় তুল, যতো অপরাধ যুক্ত,
প্রভু, পাপ-পূণ্য ভোলে দয়ার দুয়ার খুলে করো ক্ষমা, পরপারে করো মুক্ত।