নিঃশব্দে ঝরে পড়া শিশিরের কান্নাকে শুনি কান পেতে,
তীব্র কষ্ট নিয়ে আরো বেশি ঝরে গাঢ় অমাবস্যা রাতে।
আঁধারি চাদর ভেদ করে এলোমেলো আলো ঘরে এলে,
একে একে হত্যা হয় শিশির কণা শুভ্র সতেজ সকালে।
ঘুম না-ভাঙা আনন্দে অনেকে ঠোঁটের প্রশস্ততা বাড়ায়,
কেউবা আবার গান তবলা তালে পায়ের পাতা নাড়ায়।
অথচ, আমি বুঝি কতো কষ্টে ঝরে যায় মানুষের ঘাম,
ঝরে পড়ে গোটা পৃথিবীর পথে প্রান্তে, অনন্ত অবিরাম।
কারো কানে আবার স্বপ্নরা এসে আদুরে গল্প শোনায়,
থরে থরে শীতল চৌপাশ ভরে উঠে সুবিন্যস্ত উষ্ণতায়।