গলির মোড়ে মোড়ে ও রাস্তায় রাস্তায়,
হরেক রকম প্রেম চলে, সমস্ত সস্তায়।
স্বল্প ও দীর্ঘ মেয়াদী, স্থায়ী ও অস্থায়ী,
প্রেম পণ ভাঙে ভগ্ন আস্থায়, ক্ষণস্থায়ী।
প্রতিজ্ঞার একটা আকাশ, ধূম্র কুয়াশা,
চায়ের কাপে গল্পের মধু ভালোবাসা।
সংকল্পহীন অল্পস্বল্প গল্প চলে বেশ,
আশ্চর্য অবয়ব আর পোষাকে আবেশ।
গলির দেয়ালে খেয়ালী সব গল্প চলে,
নিরন্তর গল্পে ঘুড়ি ওড়ে প্রান্ত ভোলে।
নিষিদ্ধ গল্পে শুদ্ধ ব্যবসাটা তুঙ্গে তুলে।
ফুরিয়ে আসে আশাও সময় শেষ হলে।
শেষমেশ কোনো গল্প কাহিনী হয় না,
পরিশেষে মিশে বাতাসেই শেষ যন্ত্রণা।