আজ রঙিন রোদ উঠোনে বেশ গড়াগড়ি দেয়,
কে আপন, কে পর, কে আর কার খবর নেয়!


আজ জমে থাকা জল আর পুষে রাখা অনল,
নেই কিছু নেই, নিশ্চিহ্ন অলিপথে মন অচল।


আজ ব্যস্ততার তাপে পোড়া ধরায় মন অধরা,
বেঁচে যাওয়া শরীরে মৃতপ্রায় আত্মা দিশেহারা।


কিছু কিছু অপেক্ষা দখিনে ফিরে তাকিয়ে রয়,
অবিরত ঝরে পড়ে স্বপ্নের বুনন, আশার ক্ষয়।


খোলা মাঠে কেবা দেবে কার অন্তিম সৎকার,
একদিন মরা মাঠেই উত্থিত হবে উত্তরাধিকার।