বারবার চেয়ে চেয়ে ভাবি হঠাৎ ভেঙে টুকরো হয়ে যাওয়া এই আয়নায়-
এলোমেলোকে গোছানোর হাতিয়ার পড়ে আছে কী অসহায়!


ভীষণ শখের আয়না-খানা নিমেষেই ভেঙে খান-খান হয়ে গেলো শেষ।
অথচ, কিছু মুহূর্ত আগেও যে তার আদর ও কদর ছিলো বেশ।


যার দৃষ্টিতে রাঙিয়েছি নিজেকে সেই শেষে হলো শেষ, বেদনা বিধুর।
হায়, এতোদিন নিজেকে সাজাতে কতো সমস্ত ছিলাম বিভোর।


দুঃখ হাতের তালুতে কুসুম হয়ে ফুটে, পাতা গজায় আঙুলের ডগায়।
কিছু মৃত মৌমাছি উপুড় পড়ে আছে দুচোখে, পাপড়ির আগায়।


হয়তো কোনো একদিন কদম ফুটতো পা'র তলায়, আজ আগুন বয়।
প্রিয় পায়রাটার মৃত্যুতে ব্যথিত ভীষণ, রুদ্ধশ্বাস খুঁজি আশ্রয়।


কতেক কবুতর বাসা বেঁধে চলে গেছে অজানায়, সে দীর্ঘকাল আগে।
ভাঙা আয়না টুকরো কুড়াতে কুড়াতে আরো ভেঙে দিই রাগে।