ভালোবাসার হুমকি দিয়ে তুই
আমায় তুলে নে না রে,
তুই আমার আরোহী হ
আমি নুয়ে পড়ি ভারে।
তুই আমায় একটু কুড়িয়ে নে না
আদরের বাতাসে উড়িয়ে দে না।


তোর সবটুকু ভার দিয়ে
আমার বুকে চেপে বস
আমি দমবন্ধের জীবন বেছে লই,
তোর নদীতে নিয়ে চল
আমি ছন্দে সাঁতরাই নয়তো ডুবে রই।


একঘেয়ে খুনসুটিতে তুই
আমায় বিরক্ত করে তুলিস
আমার হাহাকার করিয়ে দিয়ে চুপ,
তুই শুষে নিস আমাকে
তোর তৃষ্ণার জল হতে ইচ্ছে হয় খুব।


আমি চাইবো না স্বাধীনতা
তুই আমায় শাসন করিস
মানবো তোর স্বৈরতান্ত্রিক ইশতেহার,
তুই বেয়ে যা তোর মতন
ভাবিসনা কি ক্ষতি হলো আমার খেয়ার।