দুনিয়া জোড়া শত দোকান
রকমারি সাজ সজ্জায়,
চাইছে সবাই সুলভ দরে
সুখটা নেবে নিজ কব্জায়।
যে সুখেতে পাপের মিশেল
আমি সেথায় না যাই,
তোর কাছে যে আমি করবো রে সদাই।


যত লাগুক ভক্তি নিয়া
দিসরে আমায় দয়া,
তোর পায়ে সব রিপু রেখে
চাইবো রে তোর মায়া;
দোকানটা যে তোর আশির্বাদে বোঝাই।


তোর বিতানে থরে থরে
মূল্যবানের সমাহার,
ক্ষমায় দয়ায় জ্ঞান মহিমায়
অজানা গুণ হাজার;
তোর কাছেতে আসতে হবে যত করি বড়াই।


অজ্ঞানকালে নিছি বাকীতে
তোর করুণার সুযোগ,
শেষকালে শত ভক্তি নিসরে
দিসরে পাপের বিয়োগ;
প্রভুরে তুই উদার জেনে চাইছি দয়া সদাই।