আপসে তুমি এসো, নইলে
পায়ে পা বাধিয়ে হবে প্রেম,
একটা আর্জি রাখ, নইলে
রীতিনীতির ভাঙবো ফ্রেম।


পরখ করে দেখবে একবার
আমি তোমার মনের মাপের,
আমার ধারালো ইচ্ছে গুলো
খোঁজে তোমার মনের খাপের।


তুমি যে এক পিছলা সাবান
হাত ফসকালে ধরা যে দায়,
তোমার বসবাস ঢের উঁচুতে
এত উঁচু মই পায় ক'জনায়?


রেখো তোমার মনের বয়ামে
উবে না যাই  ঢাকনা ছাড়াই,
তোমার দিঘী তোমারই থাক
আমি মন ভরে মনটা ডুবাই।