বহুদিন পর দেখা
রূপটা ঠিক ধরে রেখেছ
আমায় ধরে রাখতে পারনি,
কেমনে বলি তুমি
শত স্বপ্নের ঘর উড়িয়ে
কতজনার মন মারনি?


মন হননের নেই ফৌজদারি বিচার
বাদী কাঁদে নিজেই অপরাধে,
সব জ্বালা নিজের ভেতর ধরে
বিরহী পায়চারি স্মৃতির ছাদে।


কবে খুলবে তোমার বোধের দুয়ার
অনুশোচনার জলে ধুবে মন,
কিছু বইয়ের মলাট খুব সুন্দর
পাতা উল্টালে দেখি নষ্ট কথন।


চিরকাল করে গেলে
কত প্রমোদ তরী বদল
কেবল বদলালেনা নিজে,
শুধু চেয়ে দেখনা
অনেক আলো গায়ে নিয়ে
চাঁদটা একা কি-যে!