আমি তোমার সবুজ বুকে
পরম সুখে
ছোট্ট শিশুর আহ্লাদে মুখটি গুঁজি,
আমি তোমার ঝাঁজালো সূর্যে
চোখটি বুজে
বিদ্রোহে জ্বলার কাঙ্ক্ষিত মন্ত্র খুঁজি।


আমি তোমার মেঘের তলে
কাঁদব বলে
তোমার দুঃখ নিজের করি বিনাশর্তে,
আমি তোমার রোদ চাদরে
প্রাণটি ভরে
মুখিয়ে থাকি তোমার আলো ধরতে।


আমি তোমার নদীর কূলে
শ্রান্তি ভুলে
প্রশান্তির কোলে নিচ্ছি জীবন স্বাদ,
আমি তোমার পথ সিঁথিতে
ছায়া বিথীতে
রাত বিরেতে হাঁটব সঙ্গে নিয়ে চাঁদ। 


আমি তোমার দুখের দিনে
সময় কিনে
ছলছলে চোখে মুখটি করি ভার,
আমি তোমার পতাকা মাথায়
মনের খাতায়
তোমার নামটি লিখি অযুত লক্ষবার।