ইদানিং তোমার
ঋণাত্নক আচরণে আমি থমকে যাই
আচমকা সমীকরণের পরিবর্তনে আমি চমকে যাই।
নিউটনের ৩য় সুত্রের বিপরিতমুখী ক্রিয়ার মতো
ভালবাসার বিপরীতে করলে
সেই সূত্রের ব্যবহারিক প্রয়োগ,
আমাতে ঘটালে দুখের সংক্রমণ
কোষ বিভাজনের মতো 
দুটি মনে ঘটে গেল দ্বিবিভাজন,
তোমার লিটমাস টেষ্টের পরীক্ষায় আমি টিকিনি।
তোমার আমার রসায়নে কাঙ্ক্ষিত কিছু মেলেনি ;
শুধু পেয়েছি কষ্ট নামক উপজাত
আর দিনকে দিন দুই মনের
কৌণিক দূরত্ব বেড়েছে,
কমেছে ডোপামিন হরমোনের উৎপাদন,
আর হয়েছে ভালবাসার বাষ্পীভবন।
নতুন অ্যালকোহলে মত্ত তুমি
আমায় দিলে ক্ষারের উটকো স্বাদ।
তোমার চলে যাবার সংকেত আগেই পেয়েছি
বজ্রপাতে শব্দের আগে আলো দেখার মতো
ইন্দ্রিয়ের বেগ যে বাস্তবতার চেয়ে বেশী!