এ কেমন অবাধ্য ইচ্ছে-
শুধু অবাক হয়ে দেখছি
যুক্তির নির্মম পরাজয়,
কি আজব ব্যাপার
হয়ত বেশ লাগে সেই পরাজয়ে।
ইচ্ছের বুকে
মুখ লুকাতে সাহস হয়,
ইচ্ছের আদর সে--ই মধুর।
আমার একমুখী চাওয়া
হতেই পারে অনেক অন্যায্য
তাতে কি?
ইচ্ছে তো ইচ্ছেমতো ডানা মেলে
কার সাধ্য আছে ইচ্ছের চলন থামায়?
আমার ইচ্ছের পাহারাদার
আমি নিজেই,
এমনকি এখানে তুমিও গৌণ।