সুর থেমে গেল যে, রয়ে গেল রেশটা
ভুলেও করছি না তারে ভোলার চেষ্টা
এমনো কিছু আছে আকুতি
চিরকাল সে ছড়ায় দ্যুতি
জোছনা জলে ডুবে না।।


কিছু বিগতের টুকরো নিয়ে
স্বরচিত সুখ বানিয়ে
গড়ি ভালো থাকার অভ্যেস,
সময়ের প্রসাধনী মাখি
নিজেকে নিজেতে ঢাকি
নিয়েছি স্বাভাবিকের বেশ।
জানি কখনো আমায় ছুঁবে না
জোছনা জলে ডুবে না।।


রেওয়াজ করি নিয়ে তোমায়
আনমনে একাগ্রতায়
বিনাস্পর্শেই তোমায় ছুঁই,
মিলন তোমার দূরের সাথে
হাত রেখেছি দুখের হাতে
দুখ বরষায় ফোটে জুুঁই।
তুমি থাকবে মায়ায়, ক্ষোভে না
জোছনা জলে ডুবে না।।