আমি তো তোমার
মন দিয়ে শরীরে ঢুকি,
আমার মনের রং দিয়ে নিই
তোমার শরীর পাবার ঝুঁকি।


কি বিচিত্র তোমার মনচিত্র
কোথাও উদ্ধত পাহাড়
কোথাও উষ্ণ নাদী,
আমি চাইছি পাহাড় ছোঁবার
ওই নদীতে ডুব দিতে চাই
একটু পেতাম যদি।


তোমার ওই সুদৃশ্য তানপুরায়
আমি মাতাল প্রায়
বল কে না ছুঁতে চায়,
উন্মাদ শিতকারে মাতালামি
আর কতো খিস্তি খেউর
দাওনা তোমায় আমার ছায়ায়।


তোমার দেহ আগুন আঁচে
আমি গলেই তৃপ্ত তরল
নিজেকে দেব আমি নিঃশেষে,
অবাধ্য অনৈচ্ছিক চিতকার
আর পুনঃপৌনিক রাগমোচনে
যাবে মাতাল হাওয়ায় ভেসে।


কোমল ভাঁজের নিপুন বাঁকে
হারায় কত রসিক জনে
তীব্র পুলক খুঁজে সবাই,
অনিয়ন্ত্রিত রতি ক্রিয়ায়
স্নায়ুতন্ত্রের উদ্দীপনায়
মন শরীর সব পুড়ে ছাই।


কিছু উল্লাসে বাঁধ দিতে নেই
সমস্তই নিতে হয়
তপ্ত বালিতে একটু পানির মত,
মন শরীর এক করে
নিজের সব নিংড়ে দিয়ে
পাই পাই করে আদায়ের মত।