ওপাশ ফিরে ঘুমিয়ে আছ
ঘুমাও, নিশ্চিন্তের কোলে;
তোমায় কি মুচকি হাসায়
আমার চুলে বিলি কেটে দেয়া?
বুঝতে কি পার
তোমার ঘুমের গায়ে
উষ্ণ কাঁথা জড়িয়ে দেয়া?
তোমার অনুভবের রাডারে 
ধরতে কি পার আমার লুকোনো আদর?


তুমি জানও না
আমার শুভ কামনারা
কত কালো মেঘ তাড়িয়েছে তোমার আকাশের
বলবৎ রাখবে বলে জোছনাপ্রবাহ।
চোখ বুজে খুঁজে দেখো
কত অপ্রেম শুধরে নিয়েছ
আমার প্রেমের অদৃশ্য শাসনে।


অবচেতনে উল্টে যাওয়া
তোমার দৈনন্দিনের জীবন পাতা
আমি পড়ে নিয়েছি সচেতনে সযতনে,
আর মুগ্ধ হয়েছি
তোমার মিষ্টি হৃদয়ের পরিচয় আবিষ্কারে।
আর তোমার চলা, তোমার বলা,
তোমার নির্জলা সরলতা
নীরবে মোহরাঙ্কিত করেছি এই হৃদয়ে।


তোমার সত্তা খুঁড়ে দেখ
মিলবে আমার শত প্রত্নতাত্ত্বিক স্মৃতি
হয়তো ফসিলের মতো মূল্যবান সেগুলো,
সময় করে সমীকরণ মিলিয়ে নিও
দেখো পাবে আমার লুকোনো আদরগুলো।


আয়না পানে তাকিয়ে অপলক
তল্লাশি নিও নিজের;
তোমার চোখেই লুকোনো আমার ভালোবাসার দ্যুতি।


গিটারের সুর যে লুকোনো থাকে তার তারে;
লুকোনো আদরগুলো তেমন লুকিয়েই থাকে,
ওরা অপেক্ষায় থাকে-
প্রিয় কেউ খুব করে জাপটে ধরুক ওদের....