শরীর আর মন,
দুটো কি ভিন্ন গ্রহের বাসিন্দা!?
তা তো না,
একের মাঝেই ওদের বসবাস।


মনের অদৃশ্য চাওয়া
শরীর দৃশ্যমান করতে চায়।
ওতেই ঘটে বিপত্তিটা
কেউ মনে করে
সব দেখাতে নেই।
কেউ মনে করে মনের অদৃশ্যটা
দৃশ্যমান না করলে
মানুষের অস্বস্তি হয়,
মানুষ পাগলামি করে।


দুনিয়াজুড়ে এটাই ঘটে, মানি আর নাই মানি
মনের ঢেউ  যেমন শরীরে লাগে
শরীরের ঢেউ ও মনে লাগে।