পূণ্যের কেন এত দাম
কত ত্যাগে হয় সে অর্জন,
পূণ্য লাভে দিতে হয় কত
রঙিন সাধের বিসর্জন।
অনেক পাপের মালিক আমি
আমি শূন্যের চেয়ে অতিশূন্য।।


সস্তা পেয়ে করলাম কত
খুচরো পাপের পাইকারী সদাই,
ভুল আড়তে খুঁজে আলো
করছি সস্তা সাধ পূরণের বড়াই।
বিধিভঙ্গে আজীবন
মানব জনম করলাম ক্ষুন্ন।।


হাত পাতলেই দিস ভরে
দয়াল তোর দয়া কতোই সুলভ,
পূণ্য কেনার বোধটা দে
সস্তা পাপে যেন থাকি নির্লোভ।
স্বপ্নভঙ্গে বোকামন
অন্তিম হুঁশে খোঁজে সে পূণ্য।।