তোমার প্রেম প্রতিভায় মুগ্ধ আমি।


সাগর সমান প্রেম নিয়ে আছ বসে
আর আমায় দিচ্ছ ফোঁটায় ফোঁটায়
আমি তবু তুষ্টি নিয়ে পান করে যাই
পাচ্ছি যেটুকু হৃদয়ের পুষ্টি!
সে সাগর জলে
আমি পা ভিজিয়েই ক্ষান্ত
হয়না করা স্নান।
মাঝে মাঝে তাই অতৃপ্তির পারদ আমার
পাগলামীতে ছোঁয়;
আমার যে চাই বারমাসী আদর;
আর তুমি হরহামেশা জারি কর
বিধিবদ্ধ সতর্কতা!


কত পদ্ম ফুটিয়ে রেখেছ-জান তো নিশ্চয়
আমি ধরতে পারিনা
পারিনা সাধের স্বাদ নিতে,
আমি নিষ্পলক চেয়ে থাকি
আর অপেক্ষায় থাকি
অনুমতি নিয়ে চুরি করবো বলে সেই পদ্ম।


আমি তোমার কারুকাজের দুয়ার দেখি
প্রবেশাধিকার নিষিদ্ধ সেথায়,
আমি কায়দা করে সে দুয়ার খুলতে গেলে
খুলতে পারিনা তার কৌশলী তালা,
অবশেষে অপরাধী আমি মাথা পেতে নিই
তোমার লালচে অভিমানের সাজা।


তোমার যাদু টোনায় বশ হয়ে যে বসে আছি
তোমার ছায়ার তলে,
তুমি যেন সাশ্রয়ী প্রেমী
কিপটে তুমি মেপে মেপে দাও প্রেমানুভূতি,
আমি খুঁটে খুঁটে নিই
তোমার মহান প্রেম।


জীব বলেই হয়তো কদাচিৎ
আমার জৈবিক বাহাদুরী তোমায় তাড়ায়,
কিন্তু তুমি ভিন্ন ধাতে গড়া
শক্ত হাতে কোমল আদরে
নেভাও আমার কামনার সুইচ।


আমি অপ্রাপ্তির কাঁটা বুকে বিঁধিয়ে
ফুলের নেশায় বিভোর,
তুমি আমার ক্যাকটাস প্রেম-
যে সৌন্দর্য আমারই অধিকারে
মুগ্ধতা আছে, আছে বারণের কাঁটা;
সব মেনেছি
তোমার প্রেম প্রতিভায় মুগ্ধ আমি।