আমার সবুজ আব্রু সরিয়ে
খুঁটি গাড়ছো সেথায় নগ্ন সভ্যতার,
তোমাদের সুখ-শহর নির্মাণে
চালিয়ে যাচ্ছ নির্মম ধর্ষকর্ম।


আমার জলের ধারায়
বাঁধ দিচ্ছ, রাস্তা করছ স্বস্তিপুরে যাবার,
এত বাধা নিয়ে কিভাবে চলি?
আমার ক্ষোভের কান্নায় ভেসে যাবে তাই
তোমাদের কৃত্রিম সভ্যতা।


আমার সারা শরীর খুঁচিয়ে খুঁচিয়ে
রক্তাক্ত করছো 'মানুষ' নামের তোমারা
আমি ভারসাম্য রাখতে পারছি না,
তাই আমি বারবার হুমড়ি খেয়ে পড়ি
তোমাদের উপর ঝড়-জলোচ্ছ্বাস-ধ্বস নাম নিয়ে।


তোমরা ছাড়াও আমার আরও সন্তান আছে
তোমারা আমার বড় সন্তানের মতো,
কিন্তু কি আশ্চর্য!
আমার অন্য সন্তানদের হত্যা করছে
আমার মানব সন্তানেরা?
আমার কিন্তু সয়না!
তাই মাঝে মাঝে বেজায় রেগে করি
দুর্যোগের বেত্রাঘাত।


যে আমার পালঙ্কে শুয়ে
জীবন সম্ভোগে লিপ্ত তোমারা
জেনে রেখো তোমাদের দম ফুরিয়ে যাবে
আমার রুগ্নতায়।


আধুনিকতার বিকিরণ
আমি আর সইতে পারছি না!


বিনামূল্যে আমাকে ব্যবহার করা
তোমাদের কাছে আমি দাম চাই না;
দিতেও পারবে না,
আমি তোমাদের মা,
আমি প্রতিশোধপরায়ণ হতে চাই না,
শুধু আমায় একটু আগলে রেখো
আমি তোমাদের দেবো সবুজ আদর।