হাতেগোনা নাতিদীর্ঘ
কারও স্বপ্নের ক্রমিক,
অল্প আলোকস্নানেই
হাসি বিলায় দিগ্বিদিক।


কারো কারো মহাকাব্য
হয় বড্ড ছন্দকাতর,
স্বপ্নতলায় মনানন্দে
স্বপ্ন কুড়ায় জীবনভর।


কেউ একতারে জীবন সাজায়
কেউ ছয় তারে,
কেউ একতারাতে সুর তোলে
কেউবা গিটারে।