কেন তুমি সব ফেলে
আমার কুটিরে এলে
কেনইবা তুমি সব ছেড়ে
আমার মনটা নিলে কেড়ে
আছি আমি অদ্ভুত ঘোরে
যেন কোমল একটা ভোরে
তোমার স্বপ্নের হাতটি ধরে
                          কাঙ্ক্ষিত পথে হাঁটি।


খরায় ক্লান্ত বিবর্ণ বন
সবুজে ফিরে পেয়ে শ্রাবণ
তরতরিয়ে ঐ স্বপ্ন বাড়ে
মিষ্টি হাওয়া হৃদয় পাড়ে
তোমার মনে প্রাণটা রাখি
এরচে’ সুখ আর আছে কি
স্বপ্নের অনুবাদ করা বাকী
                        বিছিয়ে শীতল পাটি।


তোমায় ভালো বাসবো বলে
ছলে বলে আর কৌশলে
দুনিয়া আমি করেছি পর
বেঁধেছি একেলা একা ঘর
সেই ঘরেরই উঠোন জুড়ে
এসেছ তুমি দেখছ ঘুরে
তাই আবেগের সপ্তম সুরে
                         মেতেছি দিবস রাতি।