ভালবাসায় আছে সুখ দুখের বিষম বিন্যাস,
কখনও উষ্ণতায় স্নান
আবার শীতলে জমে প্রাণ
ভালবাসায় সাফল্যের হাত ধরে হাঁটে সন্ন্যাস।


ভালবাসা বাস করে অমিত অসম্ভাবনায়,
কখনও জোছনার হাসি
কখনও আলোর ফাঁসি
ভালবাসা বাঁচে অভিমানে অথবা বনিবনায়।


ভালবাসা মানে মন পাবার শর্তে মনের ইজারা,
কেউবা দেয় ভালো দর
কেউ করে দেয় পর
ভালবাসা হল মায়াবী আলেয়ার কোমল ইশারা।


ভালবাসা বাঁচে মিঠা সংলাপে আর অবিশ্বাসে,
কখনও আবেগ চুইয়ে পড়ে
কখনও মন সন্দেহে পুড়ে
ভালবাসা থাকে সবুজে নয় ইটচাপা হলদে ঘাসে।


ভালবাসলে নাকি অনেক কিছু মানতে হয়,
উগ্র সুখের পর
উঠতে পারে ঝড়
ভালবাসলে নাকি হেরে যাওয়া জানতে হয়।