আজ একটি দিন গেল অপরূপ বৈচিত্র্যময়
শীত হিমশীতল বাতাস আর ঝিম ঝিম বৃষ্টিময়
কবির মন কত শত বার হয়েছে আবেগময়।


নিষ্পাপ নিষ্কলঙ্ক প্রিয়তমা তোমাতে স্বপ্ন আঁকি-
রূপালী বর্ণের ছিমছাম শরীর হবে
টানাটানা চোখে তাকিয়ে দেখবে
বাজ পড়া কপাল ঘামে ভিজে রবে
সরু ঠোঁটে কামনার রসে লেপটে যাবে
লম্বা পাতলা নাক দিয়ে উষ্ণতার নিঃশ্বাস বের হবে
ভয় উৎকন্ঠায় নরম তুলতুলে জিহ্বা শুকিয়ে চৌচির হবে
আলিঙ্গনের আশায় হৃৎস্পন্দনে বুকে ঢেউ উঠবে।


কবি তাকিয়ে থাকবে-
রূপ যৌবনে বিমোহিত হবে।
কল্পনা করবে তাকে নিয়ে !
ছোঁতে চাওয়া আর ছোঁয়া যাবে কি?
ছুঁয়ে দেখবো কি জ্বলন্ত শিখা কে?
যদি নষ্ট ভ্রষ্ট হয় মোর স্বপ্ন আশা
তবে পুড়বে মোর অব্যক্ত ভালবাসা!
নাহ- পুড়বে না।


সে তো আমার কল্পনার মহারাণী
তাকে নিয়ে বাঁধবো সহস্র বাণী।


ঢেউ উঠা বুকের গর্জন কান পেতে শুনতে হবে
উষ্ণতার গরম নিঃশ্বাসের তাপমাত্রা অনুভব করতে হবে
ভাজ পড়া কপালের ঘাম মুছতে হবে স্পর্শে
টানাটানা চোখে অপলক দৃষ্টিতে কাছে আনতে হবে
কামনার রসে লেপটে যাওয়া ঠোঁটে অনুভব দিয়ে শুকাতে হবে
ছিমছাম শরীর কে আলতো বক্ষে নিতে হবে
চৌচির হওয়া তুলতুলে জিহ্বাকে কামনায় ভেজাতে হবে।
বৃষ্টিতে ভিজা শরীর উষ্ণতার আলিঙ্গনে
শুকাতে হবে দু'জনার হৃদয় জোয়ারে।  


এ ভালবাসা কামনার নয়
এটি আবেগ বিশ্বাস আস্থার
এ ভালবাসা শুধু কবির নয়
এটি কবিতার মহা রাণীর
এ ভালবাসায় ছলনা নয়
এটি নির্ভেজাল নিকট ভবিষ্যৎ
এ ভালবাসা অনন্ত অসীম সীমাহীন
এটি রবে তুমি আমিতে চিরদিন।