স্বপ্ন দেখেছিলাম কোন এক সময়-
কাটাব দিন নির্মল আলোয় আলোকিত,
ভাসাবো নৌকা অতল সাগরে।
কল্পনা করেছিলাম কোন এক রাতে-
বড্ড আনন্দময় হবে মোদের ধরণী,
উঠবে ঘুড়ি সীমা আকাশে।
সুখের স্বর্গ বানাতে চেয়েছিলাম কোন এক গৃহে-
আমাদের প্রশান্তি দেখে হিংসা হবে
সকল মানুষের হৃদয় গহীনে।


বাস্তবতা আজ বরই অসহায়
বাস্তবতা আজ বরই অনুশোচনায়
বাস্তবতা আজ বরই বেসামাল


মেনে নিতে হবে সকল অবিচার
মনে নিতে হবে আমার আত্ত্বচিত্কার
মেনে নিতে হবে তুমি হীন জগত সংসার।


দীর্ঘশ্বাস আজ আমার বুক কাঁপে
স্নায়ু যুদ্ধের সংগ্রামে হৃদয় কাঁদে
কলিজ্বা পুড়ে হয় শক্ত মাটি ইটা।


তুমি আসলেই বুঝলে না
আমাকে এখনো চিনলে না
আমার কষ্ট কথা শুনলে না।


কতটুকু ভালবাসা পেলে
তুমি আমার হবে
কেবলই একান্তই আমার
বল তুমি নিঃসংকোচে
পুরুন করবো হৃদয় চিড়ে।
আমি যদি হতাম হিংস্রসী
দেখতে তুমি আগ্রাসী
তোমাকে পেতাম আমি
বরণ করে অভিবাসী।


তুমি দুচোখ বুজে দেখ আমাকে
কি নেই এই অদম্য হত ভাগ্যে
নিয়ে যাও সব লোটে
তবুও পেতে চাই ললনা কে।


আমি একাকী হাসি
বানের জলে ভাসি
তুমি ঘুমাও- স্বপ্ন দেখাও আমায়
তুমি আছ কেবলই তোমার চেতনায়।


ভেঙে ফেল সব নিয়ম রীতি
স্বীকৃতি দাও নিষ্পাপ নিয়তি
হৃদয়ের মাঝে আর কষ্ট নিতে
আমি যে আর পারছি না তাতে।


প্রতিক্ষণে প্রতীক্ষায় প্রহরে
পরাণ পানে পেয়েছে পিপাসা
পারবে তুমি মিঠা তে তৃষ্ণা?


28:01:2018
4:38am