আমি ছুঁয়ে দিচ্ছি দিয়ে যাচ্ছি
একটি নিষ্কণ্টক কালো রাত কে
যে রাতে শুধু একাকীত্বেই গল্প হবে
আকাশের দিকে তাকিয়ে তারা গুনিবে
কালো গুটগুটে অন্ধকারে একাকী হাটিবে
কথা বলবে কেবল নিজে নিজের ই সাথে


এমন হবে না কেন? বল তুমি-


আমার পৃথিবীতে তো কেবল আমিই
আমার অগ্রে পশ্চাতে কেবল একাকী
বিরহ ব্যথা গুলো যন্ত্রণা দেয় আমারি
জ্বলন্ত আগুন গুলো পুড়ে কলিজ্বা নিজেরি


আচ্ছা আমার পৃথিবীতে কি সুখ নেই? বল তুমি-


কতজন কতেক কে দেখেই গেলাম সুখি হতে
কতজন কে দেখেছি বৈঠা হীন নৌকা বাইছে
অতল সাগরে ঝড় ঝাপটা বেঁধ করে।
তখন তো আমার অনেক হিংসে করে !
তখন তো আমার সুখি হতে সাধ জাগে !


তবে কেন আমি সুখি হতে পারি না?
আমার কি এতই ভুল ক্রটির অভিশপ্ত জীবন
আমার কি এতই অঙ্গারে হৃদয় পুড়া ভূবন
আমি কি আসলেই কখনো কোন দিনই
সুখি হতে পারবো না? -এ জনম জীবনে


এখন আমি?


নিশ্বাসে হৃৎস্পন্দন বন্ধ হয়ে মৃত পায়
একক একাকী সর্বনাশী জীবন বয়ে
বরই ক্লান্ত শ্রান্ত তিক্ত কবো হায়
মরণ আমার সামনে দিয়ে ঘুরে যায়।


22:08:19
কষ্টকে উপলব্ধি অতঃপর নির্ঘুম রজনী
4:30 Am
গাজীপুর