আজকাল খুব ইচ্ছে হয়-
তোমাকে নিয়ে ঐ গহীন তম বনে
রাতের আঁধারে পাশাপাশি হেটে
সুদূর শেষ সীমান্তে পৌঁছে যেতে।


কোন এক নির্জন খোলা মাঠে
শিশির ভেজা সবুজ ঘাসে
তোমার শরীরের স্পর্শ পেয়ে
দুজনার জীবন গল্প সাজাতে।


আমানিশা অন্ধকার চাঁদের হাটে
দুই জনে মিলেমিশে একাকার হতে
খুব বড্ড কামনায় শখ জাগে।


কিন্তু প্রিয়া নেই আজ কাছে থেকে
সামনে থেকেও আজ বিশাল দূরত্বে
ভালবাসা থেকেও কেন যে অবহেলা
সে তো নিয়তির মেনে নেওয়া বিয়োগ ব্যথা।


প্রিয়ার নির্মম বেদনা বিষাদ বিয়োগে-
সমস্ত স্বপ্ন ভালবাসা আজ নির্বাসনে
চাওয়া আশা ভালবাসা আর কামনায়।
সব কিছু রয়ে গেল স্মৃতির আঙিনায়
জীবনটা আজ দুর্বিষহ যাতনায়।


চল আজ বেহিসেবি গড় মিল অংক কষি-


তোমার না বলা ইচ্ছে আখাংকা সব সঠিক
তোমার চাওয়া পাওয়া স্বপ্ন দেখা সব বাস্তব
তোমার ইচ্ছে অনিচ্ছা ভালবাসা সব বিশালতা
তোমার আনন্দ সুখ পেতে চাওয়া সব নির্মমতা
তোমার সবকিছুই সঠিকের সঠিকতায় শীর্ষে
বাস্তবতার খেলায় তুমি পরাজিত বাকী সব মিছে।


ভাগ্যের ছলে তুমি আজ নিদারুণ নিস্তব্ধ নিস্তেজ
নিঃশেষিত নিছক নিয়মের ফাঁদে স্বপ্নগুলো গেল আস্তে।


গড় মিল হিসেব মেলানো দিনে
কেবল প্রকাশিত হয় বিয়োগান্তে
যোগ গুন আসেনা এই হস্তে।