নদীর বুকে ভাসছে চাঁদের মিষ্টি আলো
যেই দেখছে সেই তার রূপে মুগ্ধ হচ্ছে।


শুধু একজন চাঁদের দিকে তাকাচ্ছে না
মনে হলো চাঁদের সাথে তার অভিমান।


কি ভাই! চাঁদের দিকে তাকাচ্ছেন না যে
কি আর হবে এই চাঁদের দিকে তাকিয়ে!


নদীর ঢেউয়ের শব্দ আর পূর্ণ চাঁদের জোৎস্না
পারবে কি আমার মনের অস্থিরতা দূর করতে!


যদি পারে;কথা দিলাম নিষ্পলক তাকিয়ে থাকব
তার দিকে;চাইলে মনের দলিলও দিয়ে দিব তাকে।