বিস্তৃত দিগন্ত সবুজের চাদরে মোড়া
পাখির কলতানে মুখরিত চারদিক
হাওয়ার ঢেউ মন পাঁজরে জোর ধাক্কা দিচ্ছে।


এত সুন্দর প্রকৃতির মাঝেও…..
মনের গহীনে নীরবতা ছেয়ে আছে,
অজানা কারনে মনের কোলাহল গুলো আজ স্তব্ধ।


কবির কবিতা,শিল্পীর হৃদয়ের কল্পনা,
মনে গেথে রাখা হাজারো অব্যক্ত উত্তর
ঐ আকাশ ছোয়া নীরবতার কাছে হার মেনে গেছে।


এত আয়োজনও যখন ঐ নীরবতাকে ভেদ করতে পারেনি;
আর যাই হোক তা শুধুই নীরবতা হতে পারে না।


মনের ইচ্ছা ব্যক্ত করার যদি কোন উপায় না থাকে
"নীরবতা" শব্দের ছলে ঐ ইচ্ছা গুলোকে ব্যক্ত করে।।