আসরের সালাত শেষ হয়েছে….


মসজিদ আঙ্গিনায় মুসল্লীরা কথার ছলে হাসছে
দুধের শিশু কাঁদছে এক ভিক্ষারত মায়ের কোলে।
বড়ই ব্যথা লাগে অন্তরে ,মনের মধ্যে প্রশ্ন জাগে
আচ্ছা! এখানে আমার কি কিছু করার আছে….


যে মা আজ ভিক্ষা করছে,হয়তো সে দুর্দিনে আছে
যেদিন তার দিন ফিরবে,আমাকে কি ক্ষমা করবে
আমি তো তার দু:খের দিনে হাতটি দিই নি বাড়িয়ে
আচ্ছা! এখানে আমার কি কিছু করার আছে ……


অন্ধ লোকটা সাহায্যের আশায় চিৎকার করে চলছে
ভাইরা অন্ধ রে আল্লাহ রস্তে দুইডা টাকা দিয়া যান!
সবাই দেখেও যেন না দেখার ভান করে চলে যাচ্ছে
আচ্ছা! এখানে আমার কি কিছু করার আছে ……


যে মসজিদে সবাই যাচ্ছে আল্লাহর হুকুম পালন করতে
মানবসেবাও তার হুকম,সেটা যে সবাই ভুলতে বসেছে
আল্লাহর হক পালন হল,বান্দার হক তো বাকিই আছে
আচ্ছা! এখানে আমার কি কিছু করার আছে ………


ইস্রাফিলের সিংগার ফুকে হাশরের ময়দান কায়েম হবে,
সেদিন দুনিয়ার সকল রং-তামাশার অবসান ঘটবে;
বড় ভয় হয় ঐদিন কি জবাব দিব এই হতদরিদ্র মাকে!
যদি বিচারের কাঠগড়ায় তার আঙ্গুলটা উঠে আমার দিকে!