মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যাই সময়ের চোরাবালিতে
আপন করে লই স্তব্ধ হয়ে থাকা এই সবুজ প্রকৃতিকে।


যার নাই কোন চাওয়া-পাওয়া,নাই প্রতিস্রুতির বেড়াজাল
দৃশ্যমান স্বপ্নের সাথে যা পাবে,তাই প্রাপ্য মনে করবে।


সাজানো দৃশ্যপটের সাথে কখনো মিলবে না মনের প্রতিচ্ছবি
সর্বোচ্চ যা মিলানো সম্ভব, সেটা কঙ্কালসার ছায়ামূর্তি।


রূপালী কাগজের খাতা আর সোনালী পালকের কলম-কালি
ভাবছি এমন কিছু লিখব;আমি ঘুমালেও জেগে থাকবে তুমি।