চারপাশ কোলাহল ব্যস্ত শহর,
রাস্তায় জ্যাম,ময়লার স্তুপ,ধুলোবালি,বিরক্তিকর গাড়ীর হর্ণ।


চারপাশে সু-উচ্চ দালানকোঠা ইমারত এ যেন সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ।


সিগনাল অমান্য, অভারটেকিং,বিনাপ্রয়োজনেই হর্ণ বাজানো ইচ্ছে বা অনিচ্ছায় এ যেন নিত্য দিনের রীতি।


এই শহরেই উচ্চবিত্ত,সুশীল,মধ্যবিত্ত,নিন্মবিত্ত ভবগুরের বসবাস।


কেউ ইট পাথরের অট্টালিকার চার দেওয়ালে বন্দী  কেউ বা রাস্তায়।


কেউ বেচেঁ আছে বিলাসিতায় কেউ বা ছন্নছাড়।


প্রাকৃতি কি নির্মম !
কেউ অনেক কিছু পেয়েও সুখী নয়, কেউ কিছু না পেয়েও সুখবিলী করে বেড়ায় ।


কেউ পেট পুরে খেয়ে খাবার নষ্ট করে কেউ খাবারের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে আহাজারি করে।


ভাদ্র ২৬, ১৪২৮
সেপ্টেম্বর ১২, ২০২১
শেরে বাংলা নগর, বগুড়া।