এই মেঠো পথে আমার বহুদিনের পদচারণ।


কেউ কেউ একে আজিজুলিয়ান প্যারিস রোড,
আবার কেউ কেউ একে টিকটক রোড বলে ডাকে।

অবশ্য এর একটা বিশেষত্ব আছে,
এ্যাসাইমেন্ট লেখা, গ্রুপ স্টাডি কিংবা আড্ডা দেওয়া।


ক্যাম্পাসের সব থেকে ব্যাস্ততম রাস্তা এটা।


প্রতিটি ক্ষনে হাজারো মানুষের সমাগম ঘটে...
প্রতিদিন হাজারো প্রেমিক জুগোল প্রেমবিনিময়ে আসে, এই রোডে'ই।


দেখেছি একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে।


এমনকি শুনেছি ভবিষ্যৎ প্রজন্মের নাম কি হবে সেটা নিয়ে আলোচনা করতে ।


এখানে যেমন সুন্দর প্রেমিক জুগোল দেখেছি,
তেমনি দেখেছি বিচ্ছেদের শোকে কান্নায় লুটিয়ে পরা বীভৎস শরীর।


দেখেছি প্রেম ভালোবাসার নামে নগ্নতা,অশ্লীলতা।

আধুনিকতার নামে অনেক মেয়েকে আমি  ধর্ষিতা হতে দেখেছি।


এমন কি দেখেছি ক্যাম্পাস বাউলিয়ানাদের মধুর কন্ঠের গান গাইতে ।


দেখেছি,
সন্ধ্যা নামার সাথে সাথে নেশাখোরদের নেশায় বিভর হয়ে ক্যাম্পাস দখল করে আড্ডা দিতে।


দেখেছি সন্ত্রাসীর ছুরিকাঘাতে মার্ডার হয়ে পরে থাকা শিক্ষার্থীর নিথর দেহ।


এমনকি দেখেছি কলেজ প্রশাসনের ব্যার্থতা,
ছাত্রদের বন্ধ হল খোলার নামে বিভিন্ন নাটকীয়তা।


সংস্কার চাই ।
পরিবর্তন চাই।


০৪/০৯/২০২২
নিজ বাসভবন,সিরাজগঞ্জ।