শীত ঋতুর নির্গমনে
ঋতুরাজ বসন্তের  আগমন।
ঘুমন্ত প্রকৃতির চোখ হলো উম্মোচন।
পৃথিবী সাজলো স্বর্গীয় রূপে।
কৃষ্ণচূড়া, পলাশ শিমুল ফুলের  লাল রঙে রঞ্জিত হলো।
কোকিলের কুহু কুহু গান, চারদিকে  সাজে সবুজের সবুজে।
ধরণি সাজে নতুন রুপে...
বসন্তের রঙ বিলীন হয়ে যায় প্রিয় জনের বিবাদের বিভিন্ন রঙে।
শুনি না আজি কোকিলের ঐ মধুর ডাক
সর্বত্র শুধু দেখি বিষাক্ত ধোঁয়া;
আগের মত নেই সুগন্ধী পুষ্প ঝাঁক
নেই কোথাও সে সবুজের ছোঁয়া।
তবুও বসন্ত আসুক এ ধারায় বার বার......।


#পহেলা_ফাল্গুন_১৪২৮_বঙ্গাব্দ
১৪-০২-২০২২ ইং