আমি তোমাদের সন্ধ্যায় ফিরে এসেছিলাম সন্ধ্যা কাক হবো বলে।
শীতের বিকেলে চাঁদর গায়ে এসেছিলাম অন্ধকারে তোমাদের দ্বারে ৷
তোমাদের কলধ্বনি মুগ্ধতা ছড়িয়েছিল এই প্রানে।
শহরের একখণ্ড সবুজের রাজ্যে,
কা কা কলধ্বনি স্তব্ধতাকে উৎফুল্ল রাখে প্রতিটা ক্ষণে।
কুৎসিত চেহারা,কর্কশ কণ্ঠের,
কতোই তো কাক দেখেছো এই ধরনীর বুকে,
একটুও কি ভেবে দেখেছো সব কাক নীড়ে ফেরে..?
কুয়াশার ভিড়ে নীড় হারা কাক আপন মনে ছুটে চলে শুধু তোমাদের শীত ঝরবে বলে।
এক ঠোঁট কষ্ট নিয়ে উড়াল দিয়ে হারিয়ে গেছ কুয়াশার ভিড়ে।
আবারও ফিরে এসো,মুগ্ধতা ছাড়িও এই চির চেনা প্রানে।


৮জানুয়ারি ২০২২ ইং
বগুড়া এডওয়ার্ড পৌর পার্ক,বগুড়া।