আমি মানুষ হতে চাই,
তবে আমার বাহ্যিক গঠন আর মানব আকৃতির দেহ নিয়ে নয়।
আমি সংগ্রাম হতে চাই,
অন্যায় দেখে মাথা নোয়াবার নয়,সদা ন্যায়ের পথে অবিচল।
আমি হতে চাই প্রতিবাদ,
অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী,আপসহীন দূরবৃত্ত।
এমনকি হতে চাই,
নিপিড়ীত মানুষের প্রতিবাদী কন্ঠস্বর।
আমি হতে চাই বিদ্রোহী,
সকল অন্যায় অপকর্ম করতে চাই দমন,
এতে যদি হয় জেল অথবা জুলুম।
আমি অধিকার হতে চাই,
নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সদা থাকতে চাই অবিচল।
আমি হতে চাই স্বাধীন,
উড়ে বেড়াতে চাই মুক্ত আকাশে,ঘুরেফিরে দেখতে চাই বিশ্বটাকে।
আমি শুধুই নিজেকে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই,
সর্বপরি একজন ভালো মানুষ হতে চাই ।।


০২-১২-২০২১
শেরে বাংলা নগর বগুড়া।