আমার গাঁয়ের হিজল গাছে
কোকিল যখন ডাকে,
ইট পাথরের শহরে ভাই
মনটা কি আর থাকে!


আমার গাঁয়ের নদীর পাড়ে
প্রজাপতি যখন উড়ে,
জেলসম এই শহরে ভাই
মনকি থাকতে পারে!


আমার গাঁয়ের ঝিলের জলে
শাপলা যখন ফোঁটে,
ব্যস্ত এই শহর ছেড়ে
মনটা গাঁয়ে ছোটে।