খোকা তুই  বলেছিলি-  
একদিন স্বাধীনতা নিয়ে ফিরে আসবি,
মা মা বলে ডেকে  এ মনপ্রাণ  জুড়াবি।
তোর পছন্দের স্বপ্নাকে নিয়ে ঘর বাঁধবি,
গাঁয়ের পথে হেঁটে হেঁটে দেশের গান গাইবি।


খোকা তুই বলেছিলি -
একদিন স্বাধীনতা নিয়ে ফিরে আসবি,
সোনার মাটিতে হীরের ফসল ফলাবি।
কিন্তু স্বাধীনতা তো ঘরে এলো দেখছি,
তুই ফিরে এলি না কেন তাই ভাবছি!