কবি মানে,
এক নির্ভীক অবাধ সত্য উপস্থাপক,
এক চির সমব্যথীমনা গায়ক।
কবি মানে,
অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী হাতিয়ার,
ন্যায় স্থাপনে সচেষ্ট সুনিপুণ কারিগর।
কবি মানে,
সমাজের নৈতিক অবক্ষয় অনুভবকারী,
বিদগ্ধ হৃদয়ে করা আহাজারী।
কবি মানে,
চির মহা দানবীর উদার এক প্রান,
যার সৃষ্ট সম্বল সবার প্রতি করে দান!
কবি মানে,
সর্বদা সঠিক ইতিহাসের ধারক ও বাহক,
এক সু -মহান প্রাণ মানুষের সেবক।
কবি মানে,
মানুষের হৃদয়ে ঘুমন্ত মানবতার জাগ্রতকারী,
অন্ধকার পথে চলিত জাতির আলের দিশারী।