কবিতা হোক,
মানুষের একমাত্র প্রতীক মানবতা নিশ্চয়,
মানুষের মনে জাগ্রতকারি অনুভূতি অক্ষয়।
কবিতা হোক,
অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী অবিনাশী হাতিয়ার,
ন্যায়ের পক্ষে এক সক্রিয় সৈনিক অনিবার।
কবিতা হোক,
নির্ভয়ে সত্য উপস্থাপনের এক অবাধ মাধ্যম,
মানুষের মনে ঘুমন্ত জ্ঞানান্ধের যম।
কবিতা হোক,
পুরনো সত্য ইতিহাসকে তুলে ধরার মহাযন্ত্র,
নব প্রজন্ম শিখবে যাতে জীবন চলার মহামন্ত্র।
কবিতা হোক,
মানুষকে মানবে পরিনত করার এক মহান আবেদন,
প্রতিটি মানুষ জীবনের উদ্দেশ্য মানব হওয়া কেমন।